কোভিড ১৯
কোভিড ১৯.. করোনা ভাইরাস.. ভ্যকসিন.. এই ৩টি শব্দ নিয়েই আজ আমাদের সূর্যদয় থেকে সূর্যাস্ত, এবং আবার সূর্যদয় এর অপেক্ষা..!
বেঁচে থাকা'টাই যেন আজ আমরা ভুলতে বসেছি !
কোনো না কোনো প্রান্তে প্রতি মুহূর্তে এই মারণ ভাইরাস প্রাণ কেড়ে নিচ্ছে। প্রতি মুহূর্তে মৃত্যু সংবাদ এসে চলেছে।
দেশের মানুষ পথে নেমে এসে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করছে, মৃত্যু ভয় থেকে মুক্তি পেতে চাইছে। করোনা ভাইরাস সারা পৃথিবী বাসি'কে ঈশ্বর বিশ্বাসী করে তুলেছে কিনা জানি না,তবে মৃত্যু সচেতন করে তুলেছে ।
এই জীবন সংকোট এর মাঝে, আমাদের এই বিশ্বাস অটুট যে,
একদিন নিশ্চয়ই অন্ধকার কেটে গিয়ে আলো আবার আসবে...
শুধু একটু সময়ের অপেক্ষা ...! ঘরে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন ...
এই দুঃসময় কে ধৈর্য্যের সাথে মোকাবিলা করার চেষ্টা করুন ।
নতুন সকাল আসবেই, বিজ্ঞানের জয় হবেই !!