ল্যুবরিকেটেড প্রোটেকটিভস্
একটি মাত্র কনডম যার ব্যবহার প্রায় - স্বাভাবিক অনুভূতি দেয়
ড্যুরেক্সই হল একটি মাত্র কনডম যার উপর বিশেষ ভাবে প্রস্তুত তৈলাক্ত - পদার্থ "সেনসিটল" - এর প্রলেপ থাকে। একেবারে ফিনফিনে পাতলা ল্যাটেকসের তৈরি।
ফলে , আপনি এমন একটি কনডম পাবেন যা আপনার স্বাচ্ছন্দ্য ও সুখ পুরোপুরি বজায় রাখবে।
তা ছাড়া প্রত্যেকটি ড্যুরেক্স 'ইলেকট্রনিক' যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হয়-
যাতে তাদের কার্যকারিতা সম্বন্ধে নিশ্চিত হওয়া যায়।
যখনই কনডমের দরকার হবে তখনই "ড্যুরেক্স"- এর কথা মনে রাখবেন।
কিম্বা নিচের কুপনটিতে আপনার নাম ঠিকানা লিখে আমাদের পাঠিয়ে দিন।
আরও নিরাপত্তা- আরও আরামের জন্য- ড্যুরেক্স
দয়া করে আমাকে একটি খাপে ভরা পাঁচটি ড্যুরেক্স প্রোটেকটিভস পাঠিয়ে দিন। এই সঙ্গে ১.৬৫ পয়সায় একটি পোস্টাল কুপন পাঠালাম(মূল্য বাবদ ১.২৫ পয়সা এবং ডাক খরচার জন্য ৪০ পয়সা )
নাম........................................
(স্পষ্ট করে লিখুন).....................
ঠিকানা..............…...
......................................................................................................
English Translation
Durex Gossamar
Lubricated Protectors
The only condom whose use
Almost - gives a normal feeling
Durex is the only condom that is coated with a specially prepared oily substance - "Sensitol". Made of absolutely fine latex.
As a result, you will get a condom that will maintain your comfort and happiness perfectly.
In addition, each Durex is tested with an 'electronic' device.
So as to ensure their effectiveness.
Remember "Durex" whenever you need a condom.
Or send us your name and address in the coupon below.
More security - for more comfort -
Durex
..................................................................