ওই মেয়েটা


Ranita Bhowmick



ওই মেয়েটা
তোমরা কি কেউ চেনো ওই মেয়েটাকে? আরে,ওর নাম চামেলী চিনতে পারলে নাতো ? চিনবে কি করে ; তবে তোমাদের মতন করেই ওর পরিচয় দিলাম । আরে ওই যে যার আঁচল বুক ঢাকেনা, যার শাড়ী নাভির এতটাই নিচে, যা দেখে তোমাদের চোখ চকচক করে ওঠে তাকে একবার ছোয়ার জন্য! যে রাতের পর রাত নতুন বধূর সাজে ওই চৌমাথায় দাঁড়ায়, নতুন নতুন কাস্টমার এর অপেক্ষায় । চিনতে পারছো তাকে? যাকে তোমরা নষ্ট মেয়ে বলো সেই চামেলী কে ? চিনতে পারলে নাতো এখনো ! জানি চিনবে না দিনের আলোয় ওকে রাতের আঁধার নামার সাথে সাথে তোমরা যখন তোমাদের ভদ্রতার রুচিশীলতার সামাজিক মুখোশ খুলে শরীরের নেশায় পাশবিক খেলায় মত্ত হয়ে ছুটে যাবে ওর কাছে তখন ঠিক চিনবে। আর নিজেদের পাশবিকতার ছাপ রেখে আসবে ওর ঔরসে জন্ম নেবে নতুন কোনো চামিলির ।

রণিতা ভৌমিক
স্বাধীন লেখিকা