অন্তরীণ


অন্তরীণ

যুগে যুগে মহামানবের তীরে
ধসেছে শত আশ্রয় নীড়ে
খোলো খোলো যত বাতায়ন
হেরি এসেছে সমুখে বিশ্বায়ন
বসুমতি তুমি আছো কি ভালো ?
ঘুচে দাও যত বিষাদ কালো
চোখ কেন শ্বেত মিশ্রিত লালে 
অভিমানীনির কুঞ্চিত ভালে 
আগুন নেভে প্রস্তর ঘর্ষণে
সে জ্বলে শত মানবীর ধর্ষণে 
সে আগুন আজি তোমার চোখে দেখি
বুঝি বদলা নিতে ফিরেছো তুমি একী !
আজি তোমার এই কালব্যাধিতে
ফুলরেনুর সব রঙের তুলিতে
শোক তাপ তব বসিতে ভুলিতে 
ভরবো ভূবন গানের ঝুলিতে
চারশত কাল ফিরি ফিরি আসে,
লড়বো জিতবো এ ঘোর সন্ত্রাসে
সতেরোর প্লেগ, আঠেরোর আন্ত্রিক 
ঘরবন্দি পামোরেরা আজ অযান্ত্রিক 
ঊনিশের জ্বর, কুড়ির কোরোনা
বিপদে কভু ভয় করো না
হিমশৈল ঐ বিগলিত প্রায় 
আগুন বনানীকে গিলতে ধায়
আর কি করা যাবে অগত্যা 
করেছো যত মানবতা হত্যা
নদ-নদী দূষিত নাব্যতাহীন
তুমি আমি নিরুপায় অন্তরীণ ||

#সন্দীপদত্ত