উল্কা



উল্কা

উল্কার পরিচয় বেকার যুবক সে,
সম্বল একটাই, থিয়েটার। ব্যাতিক্রমী ছেলের কড়া কড়া প্রশ্ন, জীবন ফেরাতে হবে, দাবি তার। প্রশ্নের উত্তরে কোনটা সে পেয়ে যায়, কোনটার সমাধান হয়না। বিনোদন, থিয়েটার সব চলে যায়, আর থিয়েটার তার করা হয় না। সারাদিন একা থাকে, একা রাত কাটে তার, বাড়ীঘর সবটাই দৈন্য। সাপলুডো খেলে যায়, একা একা লড়ে যায়, করোনাকে হারানোর জন্য। ভাগ্যের পরিহাস, করোনা যে হারেনা, হেরে যায় শেষমেশ ছেলেটা। অভিনয় স্মৃতি হয়, Basic need এর জয়, Third bell, শুরু হয় খেলাটা। বলোহরি-হরিবোল রব ওঠে বাড়িতে, অবশেষে থিয়েটার রয়ে গেল নাড়ীতে। সবশেষ, সবশেষ রয়ে গেল করোনা, এখনও রাষ্ট্র বলে ভয় তুমি পেওনা। স্নেহাশিস ঘোষাল ©